Wellcome to National Portal

Welcome to the website of District Statistics Office, Shariatpur.

Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১। আবেদনকারী একটি নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে।

২। আবেদনে কোন বিষয়ের উপর তথ্য প্রয়োজন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

৩। কোন পদ্ধতিতে তথ্য পেতে আগ্রহী ; ছাপানো/ ফটোকপি লিখিত ই-মেইল/সিডি/দূরালাপনী

     মাধ্যমে।

৪।  সেবার  ধাপসমূহঃ

পরিসংখ্যান ব্যুরোতে ৬টি ধাপে স্বতন্ত্র উইংয়ের মাধ্যমে তথ্য সেবাসমূহ জনসমক্ষে প্রকাশ করে থাকে।

সেন্সাস  উইং

এগ্রিকালচার উইং

ডেমোগ্রাফি এন্ড হেলথ উইং

ন্যাশনাল একাউন্টিং উইং

ইন্ডাস্ট্রি এন্ড লেবার উইং

কম্পিউটার উইং

সেন্সাস উইং- জেলা পরিসংখ্যান অফিস সেন্সাস উইং প্রদত্ত জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লা ও গ্রাম ভিত্তিক আদম শুমারি তথ্য প্রদান করে থাকে। জেলা শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য ও অত্র জেলা অফিস সরবরাহ করে থাকে।

ডেমোগ্রাফী এন্ড হেলথ উইং- বলা হয়ে থাকে ‘‘স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই উন্নয়ন’’ সুস্থ দেহ দেশের সুস্থ অর্থনীতি।  এ লক্ষ্যকে সামনে রেখে জেলা পরিসংখ্যান অফিস ডেমোগ্রাফী এন্ড হেলথ উইং এর মাধ্যমে জনসংখ্যার স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য সরবরাহ করে থাকে।

এগ্রিকালচার উইং- বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশে প্রচুর পরিমানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়। খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জন বিশাল জনগোষ্টীর খাদ্য চাহিদা পুরণ, খাদ্য নিরাপত্তা বিধানে দেশের ১৫.৫০ কোটি মানুষের বিশাল খাদ্য চাহিদা যথাযথভাবে নিরূপনের লক্ষ্যে কৃষি বিষয়ক কারিগিরি পদ্ধতি ও বিভিন্ন ফসল এর উৎপাদন তথ্য এগ্রিকালচার উইং কর্তৃক সংগৃহীত জেলা কৃষি বিষয়ক সকল তথ্য জেলা পরিসংখ্যান অফিস সরবরাহ করে থাকে। ন্যাশনাল একাউন্টিং উইংঃ-যে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের মানদন্ড নির্ণয়ে জাতীয় হিসাব একটি গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় আয় ও ব্যয়ের হিসাব এ উইংয়ে মাধ্যমে পেয়ে থাকে। নিত্য ব্যবহার্য সামগ্রীর বাজার মূল্য সংগ্রহ করে সেটা জন সমক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রতি মাসের ১ সপ্তাহে প্রকাশ করা হয়ে থাকে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিবি) এর মানদন্ড নির্ণয়ের তথ্য জেলা অফিস সরবরাহ করে থাকেন।

ইন্ডাষ্ট্রি এন্ড লেবার উইং- দেশের শিল্প ও শ্রমশক্তির হালনাগাদ তথ্য জেলা অফিস সরবরাহ হয়ে থাকে।

কম্পিউটার উইং- জেলা মাঠ পর্যায়ে সংগৃহীত তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করণকৃত তথ্য অত্র জেলা অফিস সরবরাহ করে থাকে।